বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রাথমিকের প্যানেল প্রত্যাশীদের পুষ্পস্তবক অর্পণ

আগস্ট ১৬, ২০২০

ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ২০১৪ সালে স্থগিত ২০১৮ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্যানেল প্রত্যাশীরা।

শনিবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, ২০১৪ (স্থগিত) ২০১৮ অনুষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার প্যানেল প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সালেহা আক্তার, প্যানেল প্রত্যাশী জাকির হোসেন রিয়াদ, রাসেল আনসারী, শান্তনা, আশরাফ উদ্দিন, মো. ইলিয়াস, নজরুল ইসলাম,শাহ আলম, আখতারুজ্জামানসহ আরও অনেকে।

২০১৪ (স্থগিত) ২০১৮ অনুষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার প্যানেল প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সালেহা আক্তার জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন জেলা পর্যায়েও ২০১৪ (স্থগিত) ২০১৮ অনুষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার প্যানেল প্রত্যাশীরাও শোক দিবসের কর্মসূচি পালন করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে সার্কুলার হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদনকারী প্রার্থী ছিল ১৩ লক্ষ। যে স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। লিখিত পরীক্ষায় মেধায় উত্তীর্ণ হয় ২৯৫৫৫ জন। উত্তীর্ণের হার ২.৩%। যেখান থেকে সে সময় নিয়োগ দেওয়া হয়েছিল ৯৭৬৭ জন শিক্ষককে। তারপর থেকেই ২০১৪ (স্থগিত) ২০১৮ অনুষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার প্যানেল প্রত্যাশী ব্যানারে প্যানেলের দাবীতে নানা কর্মসূচী পালন করে আসছেন তারা।