জেলার শ্রেণি হালনাগাদ করেছে সরকার

আগস্ট ১০, ২০২০

দেশের জেলাগুলোর নতুন শ্রেণি বিভাগ বা ক্যাটাগরি হালনাগাদ করেছে সরকার। গত ৬ আগস্ট  মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়ত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত ৬৪ জেলার হালনাগাদ শ্রেণি বিভাগ করে পরিপত্র জারি করা হয়।

পরিপত্র অনুযায়ী ৮ বা এর বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’, ৫ থেকে ৭টি উপজেলা থাকা জেলাকে ‘বি’ এবং পাঁচটির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেওয়া হয়েছে।

এছাড়া অবস্থানগত কারণে বেশি গুরুত্বপূর্ণ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ ক্যাটাগরির ৬টি, ‘এ’ ক্যাটাগরিতে ২৬টি, ‘বি’ক্যাটাগরিতে ২৬টি এবং ‘সি’ ক্যাটাগরিতে ৬টি জেলা পড়েছে।

জেলার হালনাগাদ শ্রেণি দেখতে ক্লিক করুন

পরিপত্র – এক , দুই, তিন, চার