দুই বছর পর ঘরের মাঠে হারলো জুভেন্টাস

আগস্ট ২, ২০২০

সামনেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ। সিরি আ’ চ্যাম্পিয়ন হওয়ায় মৌসুমের শেষ ম্যাচকে সেভাবে গুরুত্ব দেয়নি জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোসহ নিয়মিত অনেক তারকাই ছিলেন বিশ্রামে। তাতে মৌসুমের শেষটাও হলো অপ্রত্যাশিত ফলে। ঘরের মাঠে দুই বছর পর প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে লিগ চ্যাম্পিয়নরা। রোমার কাছে হেরেছে ৩-১ গোলে!

তুরিনের দলটি সর্বশেষ ঘরের মাঠে নাপোলির কাছে হেরেছিল ২০১৮ সালের এপ্রিলে। শিরোপা জয়ের পর দুটি ম্যাচেই হেরে যাওয়ায় জুভেন্টাস মৌসুম শেষ করেছে ৮৩ পয়েন্ট নিয়ে। ইন্টার মিলান ৮২ পয়েন্ট নিয়ে থাকলো দুইয়ে। অবশ্য এটাকে বড় প্রাপ্তিই বলতে হবে তাদের জন্য। ২০১০-২০১১ মৌসুম পর দুইয়ে থাকার স্বাদ পেয়েছে তারা। ৭৮ পয়েন্ট তিনে থেকেই শেষ করলো আতালান্তা।

নিয়মিতদের বিশ্রামের পরও জুভেন্টাসের ভালো শুরুতে আশা ছিল। ৫ মিনিটেই গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে শুরু। তবে ২৩ মিনিটে গোল শোধ দিলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রোমা। নিকোলা কালিনিচ করেছেন রোমার প্রথম গোলটি।
জুভেন্টাসকে কোণঠাসা করেছেন মূলত ডিয়েগো পেরোত্তি। বিরতির আগে ৪৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। ৫২ মিনিটে জোড়া গোল করলে ম্যাচে আর ফেরার সুযোগ পায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
এদিকে সিরি আ’তে অসাধারণই এক কীর্তি গড়েছেন এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। সিরি আ’য় এক মৌসুমে সবচেয়ে বেশি বয়স্ক হয়ে করেছেন ১০ গোল। ক্যালিয়ারিকে ৩-০ গোলে হারানো ম্যাচটায় একটি গোল করেই কীর্তিটা গড়েছেন তিনি।