তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ার সময় এখন: রুবাবা দৌলা

জুলাই ২০, ২০২০

করোনা মাহামারী পরিস্থিতিতে তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ার উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন নারী স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং দেশ’র ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা। রবিবার (১৯ জুলাই) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) আয়োজিত ‘স্টার্ট আপ অপারচ্যুনিটি ইস ইন আইসিটি সেক্টর’ শীর্ষক ক্যারিয়ার ওয়েবিনারে এ মন্তব্য করেন তিনি।

রুবাবা দৌলা বলেন, ‘ক্যারিয়ার গড়া শুরু করার সুযোগটি এখন তথ্য ও প্রযুক্তি সেক্টরে।  করোনা মহামারী তথ্য-প্রযুক্তি কাজে লাগানোর সম্ভাবনা তৈরি করেছে। এখন ঘরে বসেই স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে কাজ করার উপযুক্ত সময় তৈরি হয়েছে। আমাদের দেশের বেশিরভাগ লোক গ্রামে বাস করে।  দেশে ৩ হাজার লোকের জন্য একজন চিকিৎসক। গ্রামের মানুষের জন্য স্বাস্থ্য ও শিক্ষায় তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে আমরা একটা সেতুবন্ধন তৈরি করে দিতে পারি। ’

নতুন কোনও বিষয় শুরুর সময় চ্যালেঞ্জ থাকে উল্লেখ করে রুবাবা দৌলা বলেন, ‘কোনও বিষয়ের শুরুতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। আমি প্রথম যখন গ্রামীন ফোনে শুরু করি, তখন গ্রামীন ফোনের শুরু। এরপর যখন এয়ারটেলে কাজ শুরু করি, তখনও তার শুরু।’

রুবাবা দৌলা বলেন, ‘করোনা থেকে  শিক্ষা  পেলাম— ইন্টারনেটে  ঘরে  বসে  সারা বিশ্বের ছাত্রছাত্রীরা ঘরে বসে লেখাপড়া করছে, অফিসের কাজও ঘরে বসে করা হচ্ছে। বাংলাদেশে ইন্টারনেট পরিধি প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। যখনই দেশ কোনও সমস্যার মধ্য দিয়ে যায়, তখনই নতুন সুযোগ তৈরি হয়। এর মধ্যে বাংলাদেশে অনেক নতুন করে ক্যারিয়ার গড়া শুরু করেছে অনেক তরুন।  তরুণ ছেলেমেয়েরা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে  আসছে। ’

উদাহরণ তুলে ধরে রুবাবা দৌলা বলেন, ‘যেমন পাঠাও, উবার, এ রকম অনেকেই নিজস্ব মেধা দিয়ে এক-একটি   অ্যাপ তৈরি করে ব্যবসা করছে। তারা মেধার পরিচয়  দিয়েছে। শুরুর সঙ্গে  জড়িতরা দেশের বাইরেও সুনাম অর্জন করেছে। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে অনেকভাবেই ডিজিটাল মার্কেটিংয়ের প্রভাব ফেলেছে অনেক দ্রুত।  সরকারও এ বিষয়ে  বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এই সেক্টরের জন্য। বিভিন্ন  আর্থিক  সহযোগিতা দিয়েছেন।  প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের রুপকার হচ্ছে এই তরুণ উদ্দোক্তারা।’

ভ্যার্চ্যুয়াল এই অনুষ্ঠানে অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, ইউল্যাবের উপাচার্য  অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকসহ অন্যান্য অতিথিরা।