এই বৈশাখ আনবে অফুরন্ত আনন্দের বারতা: অস্থায়ী রাষ্ট্রপতি

এপ্রিল ১৪, ২০১৩

imavcges

ঢাক জারনালঃ বাংলা নববর্ষ উপলক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট বাণী দিয়েছেন। শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

অস্থায়ী রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, “১৪২০ বঙ্গাব্দ। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে আমি দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাংলা নববর্ষ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। অমিত সম্ভাবনা নিয়ে সমাগত এ দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত প্রেরণা যোগায়। পহেলা বৈশাখ আমাদের আবহমান ঐতিহ্যের লালন এবং আত্মোপলব্ধির এক অনুপম দিন।”

তিনি বলেন, “আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, পার্বণসহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সনের ব্যবহার চিরন্তন। বাঙালি জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই সার্বজনীন। অতীতের সব বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের ঐক্য আরো সুদৃঢ় করবে এবং বয়ে আনবে অফুরন্ত আনন্দের বারতা- এটাই সকলের প্রত্যাশা। ‘হে নতুন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি/পুঞ্জ পুঞ্জ রূপে-’। বাংলা নববর্ষ-১৪২০ সবার জন্য শুভ ও কল্যাণকর হোক।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.