‘সরস্বতী ‘লক্ষ্মী’ হয়ে বিদ্যানন্দের রান্নাঘরে

মে ২৯, ২০২০

এস এম আববাস: বুধবার (২৭ মে) দুপুর। কোনও প্রটোকল নেই। আগাম কোনও বার্তাও নেই। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ করে একাই হাজির হন বিদ্যানন্দ ফাউন্ডেশনে। তাকে দেখে অনেকটা ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা ফাউন্ডেশনের কর্মীদের। কিন্তু সেখানেই শেষ নয়। ফাউন্ডেশনে প্রবেশ করেই রান্নাঘর অবধি পৌঁছে যান এবং অনুদানও দেন শিক্ষামন্ত্রী। এ যেনো ‘মা সরস্বতী’ ‘দেবী লক্ষ্মী’র হয়ে রান্নাঘরে পৌঁছে যাওয়া।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা ব্রাঞ্চের ম্যানেজার সালমান খান এভাবেই ফোনে ঘিটনাটি বলতে থাকেন।

বুধবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনে সুবিধাবঞ্চিত পরিবারের খাবার আয়োজন চলছিলো। ফাউন্ডেশনের কর্মীরা সবাই তখন ব্যস্ত সময় পার করছেন। এই সময় হঠাৎ শিক্ষামন্ত্রীর হাজির হন সেখানে। শিক্ষামন্ত্রীকে এভাবে হঠাৎ পেয়ে ফাউন্ডেশনের কর্মীরা আনন্দে উচ্ছ্বসিত হন।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ফাউন্ডেশনের অনেকেই শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী তাতে সম্মতি দেননি। এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করে অনুরোধ জানান তারা। এক পর্যায়ে শিক্ষামন্ত্রী তাদের অনুরোধ উপেক্ষা না করে স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি ছবিও তোলেন। এরপর ফিরে যান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর এই হঠাৎ সফরের এই ঘটনার পর বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট দেওয়া হয়। বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ফাউন্ডেশনের ফেসবুক পেজ দেখে জানতে পারেন শিক্ষামন্ত্রী বিদ্যানন্দ ফাউন্ডেশনে গিয়েছিলেন।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘শিক্ষামন্ত্রী করোনার সময় ছাড়াও গোপনে যেসব অনুদান দেন তা প্রচার করা নিষেধ। তাই শিক্ষামন্ত্রীর এই কর্মসূচির জন্য কোনও প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা ব্রাঞ্চের ম্যানেজার সালমান খান আরও বলেন, শিক্ষামন্ত্রী একাই এসেছিলেন। যাওয়ার সময় কিছু অনুদান দিয়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী কোনও প্রচার চান না। তাই কী দিয়েছেন তা বলা যাবে না।

বিদ্যানন্দ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বিদ্যানন্দ একটি শিক্ষা অনুকূল স্বেচ্ছাসেবক সংস্থা। অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা মেটানোর জন্য এক টাকায় আহার, শীতকালে ও ঈদে নতুন কাপড় বিতরণ করে। বিনামূল্যে শিক্ষা কর্মসূচি এবং এক টাকায় চিকিৎসাসহ বেশ কয়েকটি নিয়মিত কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটি। সৌজন্যে বাংলা ট্রিবিউন।

প্রতিবেদন তৈরি করেছেন এস এম আববাস, সিনিয়র রিপোর্টার বাংলা ট্রিবিউন