১৬০ শিল্পীর রাতভর আলপনা আঁকা

এপ্রিল ১৪, ২০১৩

Untitled-1ঢাকা জার্নাল: বাঙালি সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে রাতভর আলপনা এঁকে বৈশাখকে স্বাগত জানাচ্ছেন ১৬০ জন চিত্রশিল্পী।

“আঁকব ছবি দেখবে বিশ্ব” শ্লোগানকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে শনিবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে এ আলপনা আঁকা শুরু করেন শিল্পীরা। তারা জানান, এ আঁকাআঁকি সারারাত চলবে।

বাঙালি জাতীয় চেতনার মূল অনুষ্ঠান পহেলা বৈশাখকে স্বাগত জানাতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী প্রধান অতিথি হিসেবে “আল্পনায় বৈশাখ-১৪২০” এর শুভ উদ্বোধন করেন।

ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী পহেলা বৈশাখকে বাঙালি জাতির অন্যতম প্রধান উৎসব হিসেবে উল্লেখ করে বলেন, “পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য বিশ্ব ঐতিহ্যের অংশ। এ ঐতিহ্যকে ধরে রাখতে সকল বাঙালিকে এগিয়ে আসতে হবে।”

পুরানো দিনের ব্যর্থতাকে ঝেড়ে ফেলে বৈশাখের নতুন চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ করে সকল শ্রেণী ও পেশার মানুষকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সচিব মো. মাহ্ফুজুর রহমান। কথাসাহিত্যিক আনিসুল হকের সঞ্চালনায় আলপনা অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন্নবী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ঢাকা জার্নাল, এপ্রিল ১৪, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.