করোনায় রাষ্ট্রীয় অনুষ্ঠন বাদ হলেও জাকজমক আয়োজন নরসিংদী জেলা প্রশাসনের

মার্চ ২৮, ২০২০

করোনাভাইরাসের প্রকোপের কারণে মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান বাতিল করা হলেও জাকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করেছে নরসিংদী জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়।

(করোনার প্রকোপের মধ্যে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জামকজমকপূর্ণ আয়োজন)

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপের কারণে এ বছর বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সব ধরনের জনসমাগম ও অনুষ্ঠান আয়োজন থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব বিষয় উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশের পরও নরসিংদীর জেলা প্রশাসন অনুষ্ঠান করেছেন। শুধু তাই নয়, ভিডিও ধারন ও ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করা হয়েছে।

(করোনাভাইরাসের প্রকোপের মধ্যে নরসিংদী জেলার শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজন)

জেলা প্রশাসককে অনুসরণ করে শিবপুর উপজেলা প্রশাসনও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করেছে জমজমাটভাবে।