‘নতুন ফর্মুলা জটিলতা সৃষ্টি করবে’

এপ্রিল ১৩, ২০১৩

100323_Hasina[1]ঢাকা জার্নাল: নির্বাচনের আগে নতুন নতুন ‘ফর্মুলা’ দিলে তা জটিলতা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা প্রকাশের পরদিন এ মন্তব্য করলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরাসরি টিআইবির নাম উল্লেখ করেননি।

তিনি বলেছেন, ‘নতুন নতুন ফর্মুলা দিয়ে জটিলতা সৃষ্টি করলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে।’

শনিবার গণভবনে পাবনা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন শেখ হাসিনা।

দুই প্রধান রাজনৈতিক জোটের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত ‘সংসদীয় ঐকমত্য কমিটি’ নির্বাচনকালীন সরকারের প্রধানসহ ১১ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা মনোনীত করবে- গতকাল শুক্রবার টিআইবির এমন প্রস্তাব রাখার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করলেন।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে কোনো রূপরেখা দেয়ার আগে বিশ্বের অন্য দেশগুলোর সংসদীয় গণতন্ত্রের রীতি পর্যবেক্ষণের পরামর্শও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, টিআইবির প্রস্তাবের ব্যাপারে প্রধান বিরোধী দল বিএনপিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে শীর্ষস্থানীয় নেতাদের কেউ এটিকে সমর্থন করছেন আবার কেউ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিই পুনর্ব্যক্ত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.