ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি শ্রমিক নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২০

ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রবিবার ( ২ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী শহর মাস্কট থেকে সাড়ে ৪০০ কিলোমিটার দূরের আদম নামে একটি স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার এই চারজন বাংলাদেশিসহ বেশ কিছু শ্রমিক কাজ শেষে সাইকেল চালিয়ে তাদের বাসস্থানে ফিরছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি জিপ গাড়ি এসে তাদের ধাক্কা দেয়। এত ঘটনাস্থলেই চার বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।  কমপক্ষে আরও একজন সেখানে আহত হয়েছেন।

তিনি জানান, নিহত চারজনের মধ্যে দুজনের সঙ্গে পরিচয়পত্র থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হচ্ছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তেলিবিল ইউনিয়নের অন্তর্গত সনজৌরপুর গ্রামের সবুর আলী এবং একই উপজেলার হাজীপুর ইউনিয়নভুক্ত বিলেরপাড় গ্রামের মোহাম্মদ লিয়াকত আলী। স্থানীয়দের সহযোগিতা নিয়ে অপর দুজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

রাষ্ট্রদূত আরও জানান, তাদের মৃতদেহ যথা শীঘ্র সম্ভব দেশে পাঠানো হবে। এছাড়া বৈধ শ্রমিক হয়ে থাকলে এবং চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণের কোনও ব্যবস্থা থেকে থাকলে তা আদায়ে দূতাবাস ব্যবস্থা নেবে।