হজে দালাল পরিহারের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

নভেম্বর ২৬, ২০১৯

ধর্ম প্রতিমন্ত্রী  আলহাজ্ব  অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সুন্দরভাবে হজ করতে হলে হজযাত্রীদেরকে আরও  বেশি সচেতন হয়ে হজে গমন করতে হবে। সরাসরি সরকারি অফিস কিংবা হজ এজেন্সির সাথে  যোগাযোগ করে  হজের কার্যক্রম সম্পন্ন করতে হবে। যেকোন প্রকার  মধ্যস্বত্তভোগী ও  দালাল পরিহার করতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রী চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও আলেম ওলামাদের  সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব  কথা  বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম পাহাড়তলীর পুরাতন হাজী ক্যাম্প  এর আধুনিকায়ন ও  সংস্কার সাধন  করার পরিকল্পনা নেয়া হয়েছে। এখানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ  এর কার্যক্রম শুরু হয়েছে ।
প্রতিমন্ত্রী এ সময় জানান, চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা  জামে মসজিদের  উন্নয়নে সরকার কার্যক্রম প রিকল্পনা করেছে।
প্রতিমন্ত্রী এ  সময় আরও বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান   প্রতিষ্ঠিত ইসলামিক ফাঊন্ডেশন এর কার্যক্রম আরো বিস্তৃত ও জোড়দার করা হবে।মুসলিম উম্মার কল্যাণ এবং ইসলামের খেদমতে ইসলামিক ফাউন্ডেশনের  কর্মকর্তা কর্মচারীদের আরো আন্তরিকভাবে  দায়িত্ব পালনের নির্দেশ প্রদান  করেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, হজ অফিস,  আশকোনা,  ঢাকা এর পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিম,  ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের  পরিচালক মো. বোরহানুদ্দীন, জমিয়াতুল ফালাহ , চট্টগ্রাম এর  পরিচালক তৌহিদুল আনোয়ার,  সহকারী কমিশনার আবরার ফাহাদ, মাওলানা মোজাফফর আহমাদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী  পাহাড়তলী হাজী ক্যাম্প সরেজমিন পরিদর্শন করেন।