শ্রমিকদের সমস্যা সমাধানে সৌদি বাদশার হস্তক্ষেপ, স্বস্তিতে প্রবাসীরা

এপ্রিল ১২, ২০১৩

image_20057_0রিয়াদ, ঢাকা জার্নাল: সৌদি আরবে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল প্রবাসীদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। প্রবাসীদের ওয়ার্ক পারমিট ঠিক করার জন্য তিন মাসের অন্তবর্তীকালীন সময় দিয়েছেন। এতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
সৌদি বাদশা এক বিবৃতিতে বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য আগামী তিন মাস সময় দিতে সৌদি স্বরাষ্ট্র এবং শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে যেসব কোম্পানি তাদের শ্রমিকের সমস্যা সমাধান না করতে পারবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সৌদি বাদশার এই সিদ্ধান্তের ফলে গত কয়েকদিন ধরে প্রবাসী শ্রমিকদের মাঝে দেশে ফেরত আসার যে দুশ্চিন্তা ও আতঙ্ক বিরাজ করছিল তা কিছুটা কেটে গেছে। তবে এ সময়ের মধ্যে সমস্যা সমাধান না করতে পারলে আবারও একই সমস্যায় পড়তে হবে সৌদি প্রবাসীদের।

খবরটি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আরব নিউজ, সৌদি গেজেটসহ সৌদি আরবের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.