জাতিসংঘে জিল্লুর রহমানের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ

এপ্রিল ১২, ২০১৩

image_18318_0ঢাকা জার্নাল: জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। সভার শুরুতে সবগুলো সদস্য রাষ্ট্র মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

মঙ্গলবার অনুষ্ঠিত জাতিসংঘের ৬৭ তম সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট ভুক জেরেমিকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ঘানার স্থায়ী প্রতিনিধি কেন কান্দা এই শোক সভায় সভাপতিত্ব করেন। তাছাড়া হোস্ট দেশের মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যান্য দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিগণ ওই সভায় বক্তৃতা করেন। জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর (এশিয়া, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা) চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ গোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন। সার্কের পক্ষে শ্রীলংকার স্থায়ী প্রতিনিধি ড. পালিথা কোহনা এতে বক্তৃতা করেন।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন উক্ত সভায় সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঢাকা জার্নাল

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.