এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

এপ্রিল ১২, ২০১৩

HSC-student-human-chain-SM20130411092110ঢাকা জার্নাল: হরতালের কারণে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি পুননির্র্ধারণের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে ‍অংশ নেওয়া পরীক্ষার্থীরা জানান, ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে পরীক্ষার্থীদের মারাত্মক অসুবিধা হচ্ছে।

১১ এপ্রিলের হরতালের কারণে ১৮, ১৯ ও ২১ এপ্রিল জীববিজ্ঞান ১ম, পদার্থ ১ম ও জীববিজ্ঞান ২য় পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এ তিন বিষয়ের সিলেবাস দীর্ঘ হওয়ায় এ স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তাই, এসব পরীক্ষার তারিখ পুননির্র্ধারণের জন্য তারা আবেদন জানান। অন্যথায় ১৫ এপ্রিল শান্তিনগর মোড়ে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনসহ যৌক্তিক দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়কে বাধ্য করা হবে।

এ সময় পরীক্ষার্থীরা, ‘দীঘল রজনীর শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে’, ‘জাতীয় স্বার্থে এক হউন’, ‘জাতির কর্ণধারদের এগিয়ে যেতে দিন’, স্লোগানসহ নানা স্লোগান লেখা ফেস্টুন হাতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.