মাসকট শিল্পী

এপ্রিল ১২, ২০১৩

A-B-BG-72520130410100129পার্কের গেটে দাঁড়িয়ে রয়েছে মস্ত বড় এক মিকিমাউস। কাছে যেতেই হ্যান্ডসেক করতে বাড়িয়ে দিল হাত। হঠাৎ ঘুরে হাত নাড়লো মিষ্টি বিড়ালছানা। তুমি চাইলেই তোমার হাত ধরে নেচে বেড়াবে ওরা। কিন্তু  ওরা কারা?

এরা মাসকট শিল্পী। বিভিন্ন পার্ক, স্কুল, স্পোর্টস টিমে এরা কাজ করে। এছাড়াও বিজ্ঞাপন ও বিপণন ক্ষেত্রে তারা প্রতিনিধিত্ব করে।

 

মাসকটের ইতিহাস
উনিশ শতকে ফ্রান্সে ক্রীড়া অনুষ্ঠানে দর্শকদের আনন্দ দেয়ার জন্য মাসকট ব্যবহারের প্রচলন শুরু হয়। প্রথমদিকে তারা জীবন্ত প্রাণীদের উপস্থাপন করতো। তবে তারা অকারণে চিৎকার ও কখনো কখনো আক্রমণ করতো বলে পরিবর্তে ওইসব  প্রাণীর আদলে তৈরি মাসকটের ব্যবহার শুরু হয়।

নানারকম মাসকট
মাসকটের চরিত্র সাধারণত কাল্পনিক। এছাড়া বিড়াল, ভাল্লুক, ভেড়া, সিংহ প্রভৃতি ম‍াসকটগুলোও বেশ জনপ্রিয়।

মাসকট আর্টিস্ট ও মাসকট স্কুল
জাপানের টোকিওতে ‘চকো গ্রুপ মাসকট স্কুল’ পেশাদার মাসকট আর্টিস্ট গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে। এটি বিশ্বের একমাত্র মাসকট স্কুল। স্কুলটি স্থাপিত হয় ১৯৮৫ সালে। চকো ওহিরা দক্ষ হাতে প্রশিক্ষণ দিচ্ছেন এসব মাসকট শিল্পীকে। এখানে ঐতিহ্যবাহী নাচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাঁটার ভঙ্গিও শেখানো হয়। স্কুলটিতে বর্তমানে ২৫ জন শিক্ষার্থী রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.