সুপ্রিম কোর্টে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ

অক্টোবর ২০, ২০১৯

ঢাকা জার্নাল: সুপ্রিম কোর্টে অতিরিক্ত ৯ জন বিচারক নিয়োগ করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন পিআরএল-এ যাওয়া জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহ্বুব-উল ইসলাম , পিআরএল-এ যাওয়া জেলা ও দায়রা জজ শাহেদ নুরউদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, ঢাকার স্পেশাল জজ-৫ ড. মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যার্টনি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম জহিরুল হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

প্রজ্ঞাপনে বলা হয়, শপথ নেওয়ার দিন থেকে ২ বছরের জন্য এ নিয়োগ করা হয়েছে।

ঢাকা জার্নাল, অক্টোবর ২০, ২০১৯