মানব পাচার রোধে এবার সহায়তা দেবে গুগল!

এপ্রিল ১১, ২০১৩

googleঢাকা জার্নাল: মানব পাচারের শিকার হওয়াদের সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশে হটলাইন রয়েছে৷ সেখানে ফোন করে তারা সাহায্য চাইতে পারে৷ ফলে অনেকের জীবন বেঁচে যায়৷

কিন্তু এবার এই হটলাইনগুলোর মধ্যে একটা সমন্বয় আনার ব্যবস্থা করছে গুগল৷ ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের তিনটি হটলাইনকে তিন মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে তথ্য প্রযুক্তির এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি৷

এর মাধ্যমে ঐ তিনটি হটলাইন কর্তৃপক্ষের কাছে যে তথ্যগুলো রয়েছে তা শেয়ার ও বিশ্লেষণের সুযোগ পাওয়া যাবে৷ ফলে পাচারের ধরণ এবং কোন এলাকায় এগুলো বেশি ঘটছে তা জানা যাবে৷ এতে করে অপরাধীদের ধরতে সুবিধা হবে৷

নেদারল্যান্ডসের লা স্ট্রাডা ইন্টারন্যাশনাল, হংকং এর লিবার্টি এশিয়া ও যুক্তরাষ্ট্রের পোলারিস প্রজেক্টকে অর্থ সহায়তা দেবে গুগল৷

গুগলের থিংক ট্যাংক ‘গুগল আইডিয়াস’ এর প্রধান জারেড কোহেন বলছেন, ‘‘বিশ্বে অনেক হটলাইন রয়েছে৷ কিন্তু সেগুলো একটা আরেকটার চেয়ে পুরোপুরি বিচ্ছিন্ন৷”

তিনি বলেন একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করলে পাচার সংক্রান্ত অনেক প্রশ্নের উদ্ভব হতে পারে, যা থেকে পাচার রোধে নতুন কৌশল বের করা যেতে পারে৷

কোহেন বলছেন, বর্তমানে প্রায় ২১ মিলিয়ন মানুষ পাচারের শিকার এবং এর মাধ্যমে বছরে প্রায় ৩২ বিলিয়ন ডলার ব্যবসা হচ্ছে৷

পোলারিসের হটলাইনে প্রায় ৭২ হাজার কল এসেছে৷ আর লা স্ট্রান্ডার আটটি লাইনে গত বছর কল এসেছে প্রায় ১৩ হাজার৷ লা স্ট্রান্ডার সুজানে হোফ বলছেন, তথ্য বিনিময়ের মাধ্যমে পুরো বিশ্বের একটা চিত্র পাওয়া যাবে৷

জেডএইচ / এসবি (এএফপি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.