হাতির ঝিল প্রকল্পের সৌন্দর্য্য রক্ষায় স্থায়ী কমিটির সুপারিশ

এপ্রিল ১১, ২০১৩
Hatir jhilঢাকা জার্নাল:

হাতির ঝিল প্রকল্পের দুই পাশের সৌন্দর্য রক্ষায় ১০ কাঠার নীচে কোন প্লটের নকশার অনুমোদন না দিতে রাজউককে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির ৪৪তম বেঠক এ সুপারিশ করা হয়।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নূর-ই-আলম চৌধূরী, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভূঞা মোহন, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী এবং বেগম সাফিয়া খাতুন অংশ নেন।

এছাড়া গণপূর্ত অধিদপ্তরকে তাদের নির্মিত ভবনে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট’র ফেরোসিমেন্ট দিয়ে কম খরচে তৈরি পানির ট্যাংক সরবরাহ করারও সুপারিশ করা হয়।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর বিস্তারিত আলোচনায় তাদের গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।

বৈঠকে আগের বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

ঢাকা জার্নাল, এপ্রিল ১০, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.