ইরানে ভূমিকম্পে ৩৭ জনের মৃত্যু

এপ্রিল ১০, ২০১৩

IRAN Earthquake 2ঢাকা জার্নাল: ইরানের ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত ৩৭ জন মারা গেছে। আহত হয়েছে সাড়ে আটশ জনেরও বেশী।

বুশেহের শহরে রয়েছে ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ-কেন্দ্রটি, আর ভূমিকম্প আঘাত হেনেছে এই শহরের খুব কাছেই। তবে দূর্যোগ মন্ত্রণালয় বিষয়ক কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ-কেন্দ্রটির কোনও ক্ষতি হয়নি।

হঠাৎ ভূমিকম্পের সময় বহু লোক আতঙ্কে ছুটে রাস্তায় নেমে আসে। এরপর একাধিক ছোটখাটো ভূ-কম্পন অনুভূত হয়।

ফলে শত শত লোক নতুন করে ভূ-কম্পনের আতঙ্কে রাস্তায় বিনিদ্র রাত কাটান। ইরান ছাড়াও ভূকম্পনটি অনুভূত হয়েছে দুবাই, আবুধাবি এবং বাহরাইনে।

এখন পর্যন্ত জানা গেছে, ভূমিকম্পের আঘাতে বহু ঘরবাড়ি ধ্বসে পরেছে।

রেড ক্রিসেন্টের দেয়া হিসেব অনুযায়ী, অন্তত দুটো গ্রাম পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এছাড়া হেলিকপ্টারের সাহায্যে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করা হয়। দেশটির সেনা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ক্ষতিগ্রস্ত এলাকার কর্তাব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন এবং উদ্ধারকাজের বিষয়ে তদারকি করছেন।

ভয়াবহ এ দুর্যোগে হতাহতের ঘটনার পর ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.