বিচারকদের শৃঙ্খলাবিধি বৃহস্পতিবার চূড়ান্ত

জুলাই ১৬, ২০১৭

 ঢাকা জার্নাল: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আগামী বৃহস্পতিবার চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।

উচ্চ আদালতের বিচারক সংকটের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি বিবেচনায় আছে।

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট আজ (রোববার) প্রকাশের কথা ছিল।

এর আগে গত ২ জুলাই নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশ করতে সরকারকে দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, ‘এটাই শেষ সুযোগ’।

গত ২৯ মে বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আজকের দিন পর্যন্ত সময় দিয়েছিলেন আপিল বিভাগ।

এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলব করেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

ঢাকা জার্নাল, জুলাই ১৬, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.