‘ফটো সাংবাদিক গ্রেফতারের ঘটনায় পুলিশের কারও দায় থাকলে শাস্তি পেতে হবে’

জুলাই ৮, ২০১৭

ঢাকা জার্নাল : ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক আসিক মোহাম্মদের ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক খান।

শনিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাদকবিরোধী এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

এছাড়া ইয়াবা দিয়ে ফটো সাংবাদিক আসিক মোহাম্মদকে ফাঁসানোর ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এই ঘটনায় যদি পুলিশের কোনও দায় থাকে তাদের কঠোর শাস্তি পেতে হবে। আমি ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলবো। তারা যেন বিষয়টি খতিয়ে দেখেন।’

পুলিশের এজাহারে উল্লেখ করা হয়, রাত ৪টা ২০ মিনিটে আসিকসহ তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়। তখন তল্লাশি চালিয়ে আসিকের পকেট থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অন্য দুজনের মধ্যে একজনের পকেটে ১০টি ও অন্যজনের কাছ থেকে ৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ জুন সকাল ৮টা ৫০ মিনিটে পল্টন থানার এ এস আই আশরাফ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। অন্য দুই আসামি হলেন আল-আমিন খন্দকার তন্ময় ও আসিফ আলী।

ঢাকা জার্নাল, জুলাই ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.