আংশিক কার্যকর হচ্ছে ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা

জুন ২৭, ২০১৭

ঢাকা জার্নাল : আদালতের নির্দেশে আংশিক কার্যকর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মুসলিম নিষেধাজ্ঞা। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। সংশোধিত নিষেধাজ্ঞায় ইরাককে বাদ দিয়ে বাকি ছয় দেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। পরে অবশ্য আদালত তা-ও নাকচ করে দেন। বিষয়টি নিয়ে আপিলের প্রেক্ষিতে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া আদালতের পরবর্তী সেশনে এ বিষয়ে শুনানির নির্দেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে হোয়াইট হাউসের জরুরি আবেদনের প্রেক্ষিতে আদালত ওই নিষেধাজ্ঞা আংশিক বহাল রাখা হয়েছে। আদালত বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই এমন বিদেশিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

২০১৭ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের দেড় মাসের মাথায় তিনি ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়মেনের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়া সব শরণার্থীদের ওপর ১২০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন,এ নিষেধাজ্ঞাকে মুসলিম নিষেধাজ্ঞা বলা যাবে না। কারণ এ নিষেধাজ্ঞার ফলে নির্দিষ্ট ছয় দেশের বাইরে অন্য দেশগুলোর মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনও বাধার মুখে পড়তে হবে না।

ঢাকা জার্নাল, জুন ২৬, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.