৫ জেলায় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

জুন ১৪, ২০১৭

 ঢাকা জার্নাল: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করেছে সরকার।

এ সময় কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

তিনি জানান, দুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের ৪৮৩ মেডিক্যাল টিম সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছে।

মন্ত্রী বলেন, ‘অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনায় সেনাসদস্যসহ নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আহতদের চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না হয়, এই নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা অন্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘এ মুহূর্তে মানুষদের বাঁচাতে হবে। এ কাজটিই আমরা করছি। পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে। আরো মজুদ রয়েছে। বিভাগীয় পর্যায়ে ও মন্ত্রণালয় থেকে কন্ট্রোল রুম চালু রয়েছে। আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।’

ঢাকা জার্নাল, জুন ১৪, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.