সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড জুটি

জুন ১০, ২০১৭

ঢাকা জার্নাল : ওয়ানডে ক্রিকেটে রেকর্ড জুটি গড়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেট নিজেদের রেকর্ডই ভেঙেছেন এই দুই ব্যাটসম্যান। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৮ রানের জুটি গড়েছিলেন সাকিব-মাহমুদউল্লাহ। ওই ম্যাচে ৭০ রানে ৪ উইকেট হারানোর পর তারা ১৪৮ রানের জুটি গড়েছিলেন।

শুক্রবার অবস্থাটা ছিল আরও ভয়াবহ। ৩৩ রানে শীর্ষ চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ দেখান সাকিব ও মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে ২২৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

শুধু পঞ্চম উইকেটের সর্বোচ্চ রানের জুটি গড়েননি সাকিব-মাহমুদউল্লাহ। ২২৪ রানের জুটি যে কোনও উইকেটেই বাংলাদেশের সেরা জুটি। যে কোনও উইকেট জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ১৭৮ রান। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে তামিম ও মুশফিক মিলে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তৃতীয় উইকেটে।

ঢাকা জার্নাল, জুন ৯, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.