শফিউল আলম প্রধান আর নেই

মে ২১, ২০১৭

ঢাকা জার্নাল : জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও ২০ দলীয় জোটের নেতা শফিউল আলম  প্রধান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

শফিউল আলম প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এদিকে প্রধানের মৃত্যুর খবরে তার বাড়িতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা নজরুল ইসলাম খানসহ অনেকে।
শফিউল আলম প্রধান আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক হয়েছিলেন।

শায়রুল কবির জানান, আগামীকাল তার দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে তার কয়েকটি জানাজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.