সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মে ১৮, ২০১৭

ঢাকা জার্নাল:ফরিদপুরে আলফাডাঙ্গায় ঢাকা টাইমস ২৪ ডটকমের সংবাদদাতা মুজাহিদুল ইসলামকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা করা হয়েছে। মুজাহিদুল বাদী হয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়-উদ-দৌলাসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে  মামলা করেছেন।

বুধবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সদরের কলেজ রোডের একটি স্টুডিওর  সামনে সাংবাদিক মুজাহিদুল ইসলামকে মারধর করে কয়েক জন ব্যক্তি। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

মুজাহিদ জানান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়-উদ-দৌলাসহ কয়েকজন লোক এসে তার কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তাকে স্টুডিওর ভেতর থেকে টেনে এনে হকিস্টিক দিয়ে পিটায়। পরে তারা পালিয়ে যায়। এই ঘটনায় আলফাডাঙ্গা থানায় মারধর ও টাকা ছিনতায়ের অভিযোগে তিনি একটি মামলা করেছে।

এদিকে সাংবাদিক পেটানোর ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণির মানুষ দোষীদের শাস্তির দাবি করেছেন।

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, সাংবাদিকে ওপর হামলা দুঃখজনক। অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে।

আলফাডাঙ্গা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বলেন, ‘এই ধরনের হামলা কেউ সমর্থন করে না, আমরা মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবো’

আলফাডাঙ্গা থানার অফিসার ইন চার্জ মো.নাজমুল করিম জানিয়েছেন, সাংবাদিক মুজাহিদের ওপর হামলা খবর আমরা পেয়েছি, এই ঘটনায় মুজাহিদ নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রোকনউজ্জামান বলেন, ‘তার মাথায়, ঘাড়ে ও পিঠের আঘাতের চিহ্ন রয়েছে, আমরা তার চিকিৎসা করছি, আশা করি দ্রুত ভাল হয়ে যাবে।’

ঢাকা জার্নাল, মে ১৮, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.