এফবিসিসিআইয়ের পরিচালক পদে জয়ী শমী

মে ১৫, ২০১৭

ঢাকা জার্নাল:অভিনেত্রী শমী কায়সারের বর্তমান পরিচিতি তিনি সফল ব্যবসায়ী। এবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনেও দাঁড়িয়েছিলেন তিনি।

আর ১৪ মে’র এ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন শমী কায়সার। তিনি ১০৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। শমী ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও ভোটার।

সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচন করছেন তিনি।

জয়লাভের পর শমীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি ভোট পেয়েছি ১০৭৭টি। তবে আমি এ ভোটাররা ছাড়াও বাকি সবার সঙ্গে কাজ করে সামনে এগিয়ে যেতে চাই।’
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ভোটগ্রহণ চলে।.

আগামী দুই বছরের জন্য এফবিসিসিআইয়ে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৩০ জন করে মোট ৬০ জন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর আগামী ১৬ মে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করবেন।

ঢাকা জার্নাল, মে ১৫, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.