ওয়ালটনের মামলায় সাংবাদিক আহমেদ রাজু গ্রেফতার

মে ২, ২০১৭

ঢাকা জার্নাল : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) করা ওয়ালটন গ্রুপের মামলায় অনলাইন নিউজ পোর্টাল নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর সেগুনবাগিচার অফিস থেকে রমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

দেশীয় ব্র্যান্ড ও দেশীয় শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগ এনে সাংবাদিক আহমেদ রাজুর বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়। নতুন সময় ডটকম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ালটনের পণ্য নিয়ে ‘উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ’প্রকাশ করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, রমনা) মারুফ হোসেন সরদার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আইসিটি আইনে করা মামলায় আহমেদ রাজুকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

সোমবার (১ মে) সাংবাদিক রাজুকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমেনা বেগম।

ঢাকা জার্নাল, মে ২, ২০১৭।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.