‘কফি দুধ আর বাদামী চিনি’

মার্চ ২৯, ২০১৭

ঢাকা জার্নাল : গল্পকার দেবানন্দ সরকারের পঞ্চম বই ‘কফি দুধ আর বাদামী চিনি’। অনন্যা থেকে প্রকাশিত এই গল্প গ্রন্থে ১২টি গল্প রয়েছে।

লেখক দেবানন্দ সরকারের জন্ম বেড়ে ওঠা ঢাকা শহরে। ঢাকা মেডিক্যাল কলেজে পড়াশোনা শেষ করে দীর্ঘদিন প্রবাসী। তিনি এখন যুক্তরাষ্ট্রের রিচমন্ড শহরে। ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার নিয়ে গবেষণা করছেন তিনি। আর রাত জেগে গল্প লেখেন অভিবাসী মানুষের জীবন সংগ্রাম নিয়ে।

এর আগে ‘ধুলো আর হীরের সিম্ফনী’, ‘সৌরভ আর বর্ষার গল্প’, ‘মনোবেদনার পথে’ ও ‘গহ্বর’ তার অন্য চারটি গল্পগ্রন্থ।

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুবএষ।

লেখক বলেন, সাদা-কালো-বাদামী মানুষ আপাতঃ সহনশীলতায় পাশাপাশি বাস করছিল দীর্ঘদিন। প্রচুক্তির বিকাশ আর অর্থনৈতিক অসমতা এই জনগোষ্ঠিকে ঠেলে দিল দুই চরম মেরুতে। কফি দুধ আর বাদামী চিনি বর্ণবাদের তমসাচ্ছন্ন উত্থানের মাঝে আশা-নিরাশার গল্প।

ঢাকা জার্নাল, মার্চ ২৯, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.