টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ

ফেব্রুয়ারি ২৪, ২০১৭

ঢাকা জার্নাল : গত বছর জিতেছিলেন সেরা অভিষিক্ত খেলোয়াড়ের পুরস্কার। মুস্তাফিজুর রহমান এবার জিতলেন টি-টোয়েন্টির বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বিচারে ২০১৬ সালে টি-টোয়েন্টির বোলিংয়ে সবার সেরা মুস্তাফিজ। বাংলাদেশি এই পেসার তার কাটার জাদুতে বোকা বানিয়েছেন বিশ্বসেরা ব্যাটসম্যানদের। তবে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছিলেন সম্ভবত নিউজিল্যান্ডকে। বিশ্ব টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে মাত্র ২২ রান খরচায় মুস্তাফিজ পেয়েছিলেন ৫ উইকেট। বাংলাদেশ যদিও ম্যাচটা হেরেছিল বাজেভাবে। মুস্তাফিজ-জাদুতে নিউজিল্যান্ড ১৪৫ রানের বেশি করতে পারেনি, তবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ৭০ রানে। ৭৫ রানে টাইগাররা ইডেন গাডের্নসের ম্যাচটি হারলেও ওই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সটাই তাকে এনে দিয়েছে এই ওয়েবসাইটটির বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার।

এই পুরস্কারের দৌড়ে মুস্তাফিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার। যদিও তাকে পেছনে ফেলে বিচারকদের রায়ে জয়ী হয়েছেন বাংলাদেশি পেসার। ক্রিকইনফো

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ২৪, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.