মিরপুরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ফেব্রুয়ারি ২৩, ২০১৭

ঢাকা জার্নাল: রাজধানীর মিরপুরে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (এবি) বাচ্চু মিয়া এ তথ্য  নিশ্চিত করেছেন।
আত্মহত্যা করা স্কুলছাত্রীর নাম স্বর্ণা আক্তার (১৪)। সে মিরপুর আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
মৃতের ফুপা আশরাফ আলী জানান, স্বর্ণা পল্লবী থানাধীন বাউনিয়াবাদ এলাকায় ২১/১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম শেখ সিরাজুল ইসলাম। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সে নিজ কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(এবি) বাচ্চু মিয়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এখনও পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।’

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ২৩, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.