গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি পি আর বিশ্বাস, সম্পাদক মোশারফ

ফেব্রুয়ারি ৭, ২০১৭

ঢাকা জার্নাল : ‘ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি’র নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সমিতির গঠণতন্ত্র অনুযায়ী পরিচালনা পরিষদ উপদেষ্টা বৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে ৩৩ সদস্যের কিমিটিতে দি এশিয়ান এজ পত্রিকার সিনিয়র রিপোর্টার পিআর বিশ্বাস সভাপতি ও সংবাদ সংস্থা টিএসবি এর এস, এম মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সোমবার (০৬ ফেব্র“য়ারি) সমিতির উপদেষ্টা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে ২০১৭-২০১৮ ময়োদে নির্বাহী কমিটি গঠিত হয়। নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি- নাজমুল হক সৈকত, এটিএন বালা, সহ-সভাপতি- শেখ জাহিদুর রহমান, একুশে টিভি, সহ-সভাপতি- জয়ন্ত আচার্য্য, ভি নিউজ, সিনিয়র যুগ্ম সম্পাদক- শেখ নূর ইসলাম, কলকাতা টিভি, যুগ্ম সম্পাদক- নাইমুল হক, যুগ্ম সম্পাদক- সেলিম খান, দি এশিয়ান এইজ, সাংগঠনিক সম্পাদক- এম. এন জামান, চ্যানেল ২৬, কোষাধ্যক্ষ- মো. নাসিরউদ্দিন সোহাগ, এটিএন বাংলা, আইন বিষয়ক সম্পাদক- মো. ওয়াকিল আহমেদ হিরণ, দৈনিক সমকাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক- দিপঙ্কর গৌতম, দৈনিক সংবাদ প্রতিদিন, সমাজকল্যাণ সম্পাদক- শ্যামল কান্তি জয়ধর, দি’ প্রেস এক্সপ্রেস, মহিলা বিষয়ক সম্পাদক- তুলনা আফরিন, এশিয়ান টিভি, দপ্তর সম্পাদক- রতন মালো, দি এশিয়ান এইজ।

সাধারণ সদস্য পদে আছেন শাবান মাহমুদ, বাংলাদেশ প্রতিদিন, শামীম চৌধুরী, দৈনিক ইনকিলাব, গোলাম আহাদ, বাসস, মো. আলম হোসেন খান, সংবাদ প্রতিদিন, সাজ্জাদুর রহমান, ডেইলী স্টার, সৈয়দ শুকুর আলী শুভ, বাসস, মো. জাহিদুর রহমান, এস.এ টিভি, শাহীনা খন্দকার, পাক্ষিক দর্পণ, এস এম বাবুল হোসেন, আমাদের অর্থনীতি, মো. নাসিরউদ্দিন, বাংলাদেশ অবজারভার, মো. জাকির হোসেন তালুকদার, দৈনিক দেশকাল, সমীরণ রায়, দৈনিক যায়যায়দিন, সঞ্জয় বিশ্বাস, বিটিভি আকবর আলী ও অুনপ বালা, তিতাস টিভি।

এছাড়া উপদেষ্টা পরিষদে সদস্য যথাক্রমে- শেখ ফজলুল করিম সেলিম, সাবেক সম্পাদক, বাংলার বাণী, ড. মিজানুর রহমান মিজান, সম্পাদক, দৈনিক খবর, শেখ ফজলুর রহমান মারুফ, সাবেক নির্বাহী সম্পাদক- বাংলার বাণী, খন্দকার মনিরুল আলম, হলিডে, শরীফ শাহাবুদ্দিন, সম্পাদক, বাংলাদেশ পোস্ট। অজিত কুমার সরকার, বাসস, খন্দকার মো. খালেদ, দৈনিক জনকণ্ঠ, মোল্লা মো. আবু কাওসার, বাংলাদেশ টুডে, অরুণ কুমার দে, যায়যায়দিন, মাহমুদ হাসান বাবুল, হলি টাইমস, দুলাল মাহমুদ, ক্রীড়া জগত ও সেলিম ওমরাও খান, আর টিভি।

ঢাকা জার্নাল, ফেব্রয়ারি ০৭, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.