ফাঁস হওয়া প্রশ্নপত্রের পেছনে ছুটবেন না: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১, ২০১৭

ঢাকা জার্নাল : এ বছর প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনও সুযোগ নেই বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভুল ও ফাঁস হওয়া প্রশ্নের পেছনে ছুটবেন না।’ মঙ্গলবার সচিবালয়ে সম্মেলন কক্ষে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাসহ পরীক্ষা সংশ্লিষ্টদের সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে যাদের আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কেউই সঠিক প্রশ্নপত্র ফাঁস করতে পারেনি। তারা শুধু শিক্ষকদের সহায়তায় সাজেশন ও কিছু এমসিকিউ প্রশ্ন তৈরি করে সেগুলো ফটোকপি করে বিক্রি করেছে। এর ভেতর থেকে কিছু প্রশ্ন কমন পড়েছে। এগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছিল। এবছর সে সুযোগ নেই।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার যেন কোনও ভুল প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে না পারে, সে জন্য বিটিআরসির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। কোনও জায়গায় এ ধরনের কোনও প্রশ্নপত্র ফাঁসের বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে জানাতে হবে। পরবর্তী সময়ে বিটিআরসির মাধ্যমে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এবছরও কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইলফোন ও ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘সচিবের ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাকে অবশ্যই ছবি তোলা যায় না, এমন ফোন ব্যবহার করতে হবে।’ তিনি বলেন, ‘উত্তরপত্র মূল্যায়নের জন্য গঠিত বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছে। তারা উত্তরপত্র মূল্যায়ন করবেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, অতিরিক্ত সচিব রুহী রহমান প্রমুখ।

ঢাকা জার্নাল, জানুয়ারি ৩০, ২০১৭

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.