শরিকদের ডেকেছেন খালেদা

জানুয়ারি ৩১, ২০১৭

ঢাকা জার্নাল : সার্চ কমিটিতে নাম দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংলাপে অংশ নেওয়া জোট শরিকদের সঙ্গে কথা বলবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলের মহাসচিবদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া শরিক দলের সভাপতি/চেয়ারম্যানদের সোমবার (৩০ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে ওই বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সংলাপে অংশ নেওয়া ২০ দলীয় জোটের শরিকরা আলাদা আলাদা নাম দেবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- এলডিপির ড. রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান, জিজেপির আব্দুল মতিন সৌদ, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন একরাম, বাংলাদেশ মুসলীম লীগের শেখ জুলফিকার বুল বুল চৌধুরী, জাগপার আসাদুর রহমান খান, পিএল’র সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ইসলামী পার্টির আবুল কাশেম প্রমুখ।

ঢাকা জার্নাল: জানুয়ারি ৩০, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.