শামীম ওসমানের স্কুলের সভাপতির পদ হাইকোর্টে স্থগিত

ডিসেম্বর ১৬, ২০১৬

ঢাকা জার্নাল : সাংসদ এ কে এম শামীম ওসমানের নারায়ণগঞ্জের দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে স্কুল কমিটিতে শামীম ওসমানের সভাপতি থাকা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ। শিক্ষা সচিবসহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গতকাল বুধবার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শামীম ওসমানের সভাপতি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ওই বিদ্যালয়েরে এক শিক্ষার্থীর অভিভাবক মোরসেদা বেগম এই রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, উচ্চ আদালতের রায় অনুযায়ী কোনো সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে থাকতে পারে না না। রায় অমান্য করে এ কে এম শামীম ওসমান স্কুলের সভাপতি পদে বহাল আছেন।

রিট আবেদনে শামীম ওসমানের সভাপতি পদ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ উপরোক্ত আদেশ দেন।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ১৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.