ইনটেনজিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেলো মঙ্গল শোভাযাত্রা

নভেম্বর ৩০, ২০১৬

mongolঢাকা জার্নাল: বাংলাদেশের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর সচিব মো. মনজুর হোসেন  জানিয়েছেন, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ইউনেস্কোর একটি সভায় এ স্বীকৃতি দেওয়া হয়।

গত ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া আদ্দিস আবাবায় ইউনেস্কোর আইসিএইচ (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ) এর আন্তঃদেশীয় কমিটির একাদশ বৈঠকে বুধবার (৩০ নভেম্বর) এ সিদ্ধান্ত এসেছে বলে জানান মনজুর হোসেন।

তিনি বলেন, এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের একটি সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই ঐতিহ্যকে কীভাবে টিকিয়ে রাখা যায় সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে সুবিধা হবে বলে তিনি জানান।

পহেলা বৈশাখের দিন প্রতিবছর ভিন্ন ভিন্ন থিম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এটি বাঙলার মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়।

এই শোভাযাত্রাকে ওই তালিকায় আনার জন্য অনেক আগেই ইউনেস্কোতে আবেদন করা হয়েছিল বলে জানান মনজুর।

তিনি আরও জানান, এর আগে ২০০৯ সালে ‘বাউল সং’ ও ২০১৩ সালে ‘দ্য আর্ট অব জামদানি উইভিং‘ ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়।

ঢাকা জার্নাল, নভেম্বর ৩০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.