কানিহারী ইউপি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশে স্থিতাবস্থা

নভেম্বর ২৭, ২০১৬

high-court-premisesঢাকা জার্নাল: ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।

ওই নির্বাচনে অংশ নেওয়া এক স্বতন্ত্র প্রার্থীর রিট আবেদনের শুনানি নিয়ে স্থিতাবস্থার আদেশ দেন বিচারপতি  কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের  পক্ষে শুনানি করেন আইনজীবী আফিল উদ্দিন আহম্মেদ।

আইনজীবী সূত্রে জানা গেছে, গত ০৪ জুন ত্রিশাল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলার অন্য কয়েকটি কেন্দ্রের সঙ্গে কানিহারী ইউপির একটি কেন্দ্রে (থাপনহালা কেন্দ্র) ভোট কারচুপির অভিযোগে নির্বাচন স্থগিত করে দেন উপজেলা রিটার্নিং অফিসার।

পরবর্তীতে গত ৩১ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিনের নির্বাচনেও জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান হাইকোর্টে রিট করেন। এ রিটের শুনানি নিয়ে গত ২২ নভেম্বর হাইকোর্ট কানিহারী ইউপি নির্বাচনে ফলাফল প্রকাশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন। একইসঙ্গে রুলও জারি করেছেন।

ঢাকা জার্নাল, নভেম্বর ২৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.