বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে টোকিওতে মানববন্ধন

নভেম্বর ২২, ২০১৬
japan-3
ছবিঃ থাইও প্ল্যাসিড।

টোকিও থেকে মিথুন রিবেরু ।। বাংলাদেশের ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্প্রতি বেশ কিছু হিন্দু পরিবারের সদস্যদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন এবং তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে জাপানের টোকিওর প্রাণকেন্দ্র ইকেবুকোরো নিশি গুচি পার্কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের আদলে নির্মিত শহীদ মিনারের সামনে এক মানববন্ধনের আয়োজন করে প্রবাসীরা। এতে জাপানে বসবাসরত বাংলাদেশী সকল সম্প্রদায়ের নাগরিকদের উপস্থিতিও ছিল।

গত ১৩ নভেম্বর বিকেলে তিনটা থেকে বাংলাদেশী নাগরিকরা শহীদ মিনার স্থলে এসে জড়ো হতে থাকে। চারটা থেকে শহীদ মিনারের সামনে এবং পিছন দিকে দুই পর্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী এবং সংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয়রা ছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা জার্নাল, ২২ নভেম্বর, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.