সাঁওতালদের ধান কাটার সুযোগ দেওয়ার নির্দেশ

নভেম্বর ১৭, ২০১৬

courtঢাকা জার্নাল: গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে সাঁওতালদের ধান কাটার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের জানমালের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও এ এম আমিন উদ্দীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং ব্রতী সমাজকল্যাণ সংস্থা  একটি রিট আবেদন দায়ের করে।

রিটে সাঁওতালদের জানমালের নিরাপত্তা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে কোন কর্তৃত্ববলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে, এই প্রশ্নেও রুল জারির আবেদন জানানো হয়।

গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ আখের খামার এলাকার সাঁওতালপল্লিতে হামলায় তিনজন নিহত হন। আহত হন আরো ৩০ জন।

ঢাকা জার্নাল, নভেম্বর ১৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.