প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ২০ নভেম্বর

নভেম্বর ১৭, ২০১৬

07ঢাকা জার্নাল: প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী  মো. মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ পরীক্ষা চলছে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে এ পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা দেড়টা পর্যন্ত।  তবে অটিস্টিক শিশুরেদর জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এ বছর সর্বমোট ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশে ৭ হাজার ১৮৩টি ও বিদেশে ১১টি কেন্দ্র।’

মন্ত্রী জানান, ‘আগামী ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিকতা শিক্ষা এবং ২৭ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ লাখ ৯২ হাজার ৭১৫ জন শিক্ষার্থী অংশ নেবে।’

এ বছর মোট ৬টি বিষয়ের প্রতিটিতে একশ করে মোট ৬শ’ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রী।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ৮৫৭ জন ও

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯০ জন  অটিস্টিক পরীক্ষার্থী অংশ নেবে।’

এবারের প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ‘লিভিং নো অন বিহাইন্ড’ নীতি গ্রহণ করা হয়েছ।

ঢাকা জার্নাল, নভেম্বর ১৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.