গ্রিটিং কার্ড ।। তমা বর্মন

নভেম্বর ১৬, ২০১৬

” গ্রিটিং কার্ড “

তমা বর্মন

ফেলে যাওয়া যাপন-কথা —
বালিঝড় , অর্ধ-স্ফুট শব্দে মনখারাপের আনাড়িপনা ;
মুঠোয় করে ছুঁড়ে দিলাম জাড় বাতাসে ,
এক অন্যরকম চায়ের কাপে চেনা সকালটি ছুঁয়ে দেখো —
আজ এলাচির গন্ধ পাবে ।

ঝাউবন রৌদ্রজ্বলা বালি , কখনো ভিজা ভিজা হাওয়া
সন্ধ্যার সিঁদুরে মেঘে ঢের তো গেছে শুভকামনায় শুভজন্মদিন —
নিরুদ্দেশ নির্জনে বালিয়াড়ি পেরিয়ে চলো এবার ফার্ন-বনে ঘুরে আসি ।

দেখাই , নক্ষত্রদেয়ালির মতো সেখানেও কেমন আগুন জ্বলে সবুজের সন্ধ্যাহৃিকে !
বাতাসের ব্যূহ ভেদ করে মন্দ কী যদি ছুঁয়ে আসি একটিবার রাধিকা-চাঁদ ?

জানি তেমন কথা ছিল না কোথাও — পাতা ফুল পরাগের কথায় জানি
কোনোদিন পারবো না উপহার দিতে কোনো অমর জাহৃবী-রচনা ,
রামধনু সাত-রঙায় দোয়াত ভরে তোলো কালস্রোতে — আকাশ ভরেছে
যেখানে শূন্যতা । চির আয়ুষ্মান ভব হে ।

শুভ জন্মদিন প্রিয়তম ।

হাজার শুভেচ্ছার পঙক্তিমালায় ভরে উঠূক গোটা আয়ুষ্কাল —-
কালিঝুলি মাখা দেউলিয়া হাতে পরমায়ুর পরমান্নে অন্ধকার দাহ হোক সব ।

আজন্ম মুখর অনন্তে একলা শিখার মতো জ্বলুক প্রতিটি জাতক মুহূর্ত ।

শুভ জন্মদিন প্রিয়তম ।

tama-barman

 

 

 

 

 

 

 

তমা

১৬ই নভেম্বর
২০১৬

ঢাকা জার্নাল, নভেম্বর ১৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.