বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন মনিরুজ্জামান

নভেম্বর ১৫, ২০১৬

bangladesh_bankঢাকা জার্নাল: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে অবসর গ্রহণ ও পিআরএল সমর্পণ সাপেক্ষে তিন বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার।
তাকে চুক্তিতে নিয়োগ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়েরর সিনিয়র সচিব বরাবর এস এম মুনিরুজ্জামানের নিয়োগ সংক্রান্ত চিঠি দেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. রিজওয়ানুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদ পূরণে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মুনিরুজ্জামানকে নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও পিআরএল সমর্পণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

ঢাকা জার্নাল, নভেম্বর ১৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.