২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন

নভেম্বর ১৪, ২০১৬

ecঢাকা জার্নাল:নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুসারে, আগামী  ২২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই হবে, ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

সোমবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

সিইসি জানান, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির উপ-সচিব মো. নুরুজ্জামান তালুকদার। নারায়ণগঞ্জ সিটিতে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট গ্রহণ হবে।

১টি মেয়র পদ, ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে। সিটিতে মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে  পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী দুই লাখ ৩৭ হাজার ৮৭৮। ভোটকেন্দ্র ১৬৩টি ও ভোটকক্ষ ১২১৭টি বলে জানান তিনি।

এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে মো. তারিফুজ্জামান, সহিদ আব্দুস সালাম, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ শফিকুর রহমান, মুহাম্মদ নাজিম উদ্দীন, মো. রশিদ মিয়া, সাইয়েদ মো. আনোয়ার খালেদ, মো. ওমর ফারুক ও মো. সুমন মিয়া দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে ‌এ কে এম শামীম ওসমানকে হারিয়ে প্রথমবারের মত মেয়র হন সেলিনা হায়াৎ আইভী রহমান।

ঢাকা জার্নাল, নভেম্বর ১৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.