রায়পুরায় ২ পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ৪

নভেম্বর ১৪, ২০১৬

teta-fightঢাকা জার্নাল: নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় পুলিশসহ ৩০ জন গ্রামবাসী।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নীলক্ষা গ্রামে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, মোমেন মিয়া, মানিক মিয়া ও খোকন সরকার। তবে অপরজনের নাম জানা যায়নি।

আহতদের মধ্যে রায়পুরা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ‍‌আজহার উদ্দিনসহ (ওসি) ছয় পুলিশ সদস্য রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আরো একজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল  ‍জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কতজন মারা গেছেন তা জানেন না।

ঢাকা জার্নাল, নভেম্বর ১৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.