নতুন ট্রাম্প সরকারে যারা থাকছেন

নভেম্বর ১০, ২০১৬

trump-smঢাকা জার্নাল: যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকারের মন্ত্রিসভা ও  হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদের জন্য পছন্দের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দলের কয়েকজন উপদেষ্টার বরাত দিয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠজনেরা নিয়োগ পাচ্ছেন। এরমধ্যে অ্যলাবামার সিনেটর জেফ সেশনস, ট্রাম্পের ন্যাশনাল ফাইন্যান্স চেয়ারম্যান স্টিভেন নুচিন, নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ ডব্লিউ জুলিয়ানি, নিউ জার্সির গর্ভনর ক্রিস ক্রিস্টি, সাবেক স্পিকার নিউ গিংরিচসহ অন্যরা রয়েছেন।

এছাড়া চিফ অব স্টাফ হিসেবে জুলিয়ানি, ক্রিস্টি, গিংরিচ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান রাইন্স প্রিবাসে আলোচনায় রয়েছেন।

এদিকে, ট্রাম্পের নতুন সরকারে কমপক্ষে চার হাজার শূন্যপদ রয়েছে। এসব পদে নিয়োগের জন্য ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তাদেরকেই নিয়োগের চিন্তা-ভাবনা চলছে।

ঢাকা জার্নাল, নভেম্বর ১০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.