রোড টু ২৭০ ইলেক্টোরাল ভোট: হিলারি ২০৯, ট্রাম্প ২৪৪

নভেম্বর ৯, ২০১৬

smঢাকা জার্নাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ৪১টি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে দলের ঘাঁটি বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে কাঙ্ক্ষিত জয় পেয়েছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। তবে ‘ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ খ্যাত ফ্লোরিডায় জয় তুলে নিয়েছেন ট্রাম্প।

হাফিংটন পোস্ট জানিয়েছে, তিন অঙ্গরাজ্যের মধ্যে ডেমোক্র্যাট ঘাঁটি ভারমন্ট, ম্যাসাচুসেটস, নিউজার্সি, ডেলাওয়ার, ম্যারিল্যান্ড, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, রোড আইল্যান্ড, ইলিনয়, নিউইয়র্ক, কানেক্টিকাট ডিসি, ভার্জিনিয়া, কলোরাডো, ক্যালির্ফোনিয়া, অরেগন, নর্থ ক্যারোলিনা, হাওয়াই ও নিউ মেক্সিকোসহ হিলারি জিতে নিয়েছেন ২০৯টি ইলেক্টোরাল ভোট।

আর রিপাবলিকান দুর্গ কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, টেনেসি, আলাবামা, সাউথ ক্যারোলিনা, মিসিসিপি, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেবারাস্কা, মিসৌরি, ক্যানসা, ওয়ামিং, আরাকানসাস, লুইজিয়ানা, মোনটানায়, ইডাহো, ওয়াহিও, ফ্লোরিডা ও টেক্সাসসহ প্রত্যাশা অনুযায়ী আরো কয়েকটিতে ট্রাম্প পেয়ে গেছেন ২৪৪টি ইলেক্টোরাল ভোট।

কোন অঙ্গরাজ্যে কতো ইলেক্টোরাল ভোট- আলবামা-৯, আলাস্কা-৩, আরিজোনা-১১, আরকানসাস-৬, ক্যালিফোর্নিয়া-৫৫, কলোরাডো-৯, কানেক্টিকাট-৭, ডেলাওয়ের-৩, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া-৩, ফ্লোরিডা-২৯, জর্জিয়া-১৬, হাওয়াই-৪, ইডাহো-৪, ইলিনয়-২০, ইন্ডিয়ানা-১১, আইওয়া-৬, কানসাস-৬, কেন্টাকি-৮, লুইজিয়ানা-৮, মাইনে-৪, ম্যারিল্যান্ড-১০, ম্যাসাচুসেটস-১১, মিশিগান-১৬, মিনেসোটা-১০, মিসিসিপি-৬, মিসৌরি-১০, মনটানা-৩, নেব্রাস্কা-৫, নেভাদা-৬, নিউ হ্যাম্পশায়ার-৪, নিউজার্সি-১৪, নিউ মেক্সিকো-১৪, নিউইয়র্ক-২৯, নর্থ ক্যারোলিনা-১৫, নর্থ ডাকোটা-৩, ওহাইও-১৮, ওকলাহোমা-৭, অরেগন-৭, পেনসিলভানিয়া-২০, রোডে আইল্যান্ড-৪, সাউথ ক্যারোলিনা-৯, সাউথ ডাকোটা-৩, টেনেসে-১১, টেক্সাস-৩৮, উতাহ-৬, ভারমন্ট-৩, ভার্জিনিয়া-১৩, ওয়াশিংটন-১২, ওয়েস্ট ভার্জিনিয়া-৫, উইকনসিন এবং উইয়োমিং-৩।

ঢাকা জার্নাল, নভেম্বর ০৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.