নার্গিসের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

অক্টোবর ১৩, ২০১৬

nasim-nargisঢাকা জার্নাল: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নার্গিসের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।

বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে নার্গিসকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নার্গিসের শরীরের ডান পাশ নড়াচড়া করছে। তার বাম পাশ অবশ হয়ে রয়েছে। তার চিকিৎসার জন্য যা ‍যা করা দরকার সবই করা হচ্ছে। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই। এছাড়া তার লাইফসাপোর্ট খুলে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে লাইফসাপোর্ট আর প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, নার্গিসের হামলাকারী বদরুলের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে। তাকে আইন অনুযায়ী কঠোর শাস্তির দেওয়া হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

গত ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সারা দেশে।

ঢাকা জার্নাল, অক্টোবর ১৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.