বৃষ্টিতে অনিশ্চিত তৃতীয় ওয়ানডে

অক্টোবর ১২, ২০১৬

ban-vs-engঢাকা জার্নাল: বৃষ্টির কারণে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। নিম্নচাপের কারণে ইতিমধ্যে আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রামে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বন্দর নগরীতে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বুধবার বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিনে বৃষ্টি হতে পারে ১১ থেকে ২২ মিলিমিটার। বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুর পর্যন্ত। তবে, আশা দেখাচ্ছে ম্যাচের সময়। বুধবার দুপুর আড়াইটায় শুরু হবে অঘোষিত ফাইনাল ম্যাচটি। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা কম। সকাল থেকে বৃষ্টি হলে সেটা দুপুর কিংবা বিকেলের দিকে কমেও আসতে পারে।

এদিকে, ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান জানান, ‘মাঠের পানিনিষ্কাশনব্যবস্থা অনেক উন্নত। বৃষ্টি যদি হয়ও, বৃষ্টি থামার ঘণ্টা খানেক পরই খেলা শুরু হতে পারবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.