মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ ৮

অক্টোবর ১১, ২০১৬

meghnaঢাকা জার্নাল : নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে নৌকা ডুবে আটজন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের সামনে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় নৌকায় থাকা গরু ব্যবসায়ীদের ১৫টি গরু, একটি মহিষ ও দুটি ছাগল মারা যায়। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

তবে স্থানীয় সূত্রে আটজন নিখোঁজের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আব্দুল্লাপুর দায়রেরপাড় গ্রামের গরু ব্যবসায়ী ফরিদ মিয়া, আব্দুল্লাপুর গ্রামের আব্দুল হক, খলিল মিয়া ও বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার বাইশমৌজা বাজার থেকে ১৫-১৬ জন গরু ব্যবসায়ী গরু কিনে ভেলুয়ারচর গ্রামের গোলাপ মাঝির ইঞ্জিনচালিত নৌকায় রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামের ফিরছিলেন। সন্ধ্যায় ৭টার দিকে নৌকাটি শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় পৌঁছলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও আটজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

রায়পুরার হাসনাবাদ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আসাদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা জার্নাল, অক্টোবা্র ১১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.