July 22, 2017, 8:38 pm | ২২শে জুলাই, ২০১৭ ইং,শনিবার, রাত ৮:৩৮

নার্গিসের অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে

khadija-%e0%a7%a8ঢাকা জার্নাল: সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা ধীরে- ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চাচা ফয়েজুল ইসলাম।

রোববার (০৯ অক্টোবর) সকালে স্কয়ার হাসপাতালে এ কথা জানান তিনি।

ফয়েজুল ইসলাম বলেন, সকাল ৯টায় চিকিৎসক দেখেছেন। তিনি জানান নার্গিসের অবস্থার অবনতি নেই। তার শারীরিক অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে।

তিনি জানান, নার্গিসের মা এখনও দুঃচিন্তায় আছেন। গত বৃহস্পতিবার তার বাবা মাসুক মিয়া সিলেটে ফিরে গেছেন। পুরো পরিবারটির ওপর এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

আর কোনো মেয়ের জীবনে যেন এ ধরনের আঘাত না আসে, এজন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন ফয়েজুল।

নার্গিস স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে রয়েছেন চাচা ফয়েজুল ইসলাম ও ভাই শাহীন আহমেদ।

গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক নেতা বদরুল আলম। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকশ হলে প্রতিবাদে  ফুঁসে উঠে গোটা দেশ।

ঢাকা জার্নাল, অক্টোবর ০৯, ২০১৬।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *এই পাতার আরো খবর -

জার্নাল